কিডনি রোগে আক্রান্ত নোবিপ্রবি ছাত্রের মৃত্যু, ছিলেন করোনা পজিটিভও
- নোবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ০৮:২২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২০, ০৯:৪৩ PM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছাত্র সাইফ উদ্দিনের দুটো কিডনিই পুরোপুরি অকেজো হয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ভারতে গিয়ে চিকিৎসা করার কথা থাকলেও সেটি আর হয়নি। প্রাণঘাতী কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে অকালে চলে গেলেন তিনি। আজ বুধবার দুপুরে রাজধানীর মুগদা হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা যায়, সাইফ নোবিপ্রবির ইনস্টিটিউট অফ ইনফরমেশন সায়েন্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নোয়াখালীর সুবর্ণচরের মুন্সিরহাটে। দীর্ঘদিন ধরে জটিল কিডনি রোগে ভুগছিলেন তিনি। গত ২৮ মার্চ থেকে হঠাৎ করে মাথা ব্যথা, বমিসহ নানা শারীরিক অসুস্থতা দেখা দেয় তার। কিন্তু দেশব্যাপী চলমান করোনাভাইরাস দুর্যোগের কারণে গ্রাম্য ডাক্তারের কাছেই চলে তার চিকিৎসা। এরপর নোয়াখালীর ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করে তিনি জানতে পারেন তার দুটি কিডনি ইনফেকশন হয়ে প্রায় শেষ অবস্থায়।
পরে নোয়াখালী থেকে ইমার্জেন্সি ঢাকার উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রখ্যাত নেপ্রোলজিস্ট ডা. ইউশা আল আনসারীর অধীনে চিকিৎসা নেন তিনি। সবশেষে জানানো হয়, তার কিডনি ট্রান্সপ্লান্ট করা আবশ্যক। দুটি কিডনিতেই সমস্যা তার। জরুরি ভিত্তিতে একটি কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। কিডনি ট্রান্সপ্লান্ট করতে অনেক টাকার প্রয়োজন। যা তার পরিবারের পক্ষে সম্ভব ছিল না।
এরপর সাইফকে বাঁচাতে এগিয়ে আসে নোবিপ্রবি প্রশাসন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, সাইফের এলাকার মানুষজনসহ দেশ-বিদেশের অনেক শুভাকাঙ্খী। সবার সহযোগিতায় সাইফকে ভর্তি করানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে। এরপর তার কিডনি ট্রান্সপ্লান্ট করতে ভারতে যাওয়ার কথা ছিল। এজন্য ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হচ্ছিল। কিন্তু গত সপ্তাহে বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় তার করোনা পজিটিভ আসে। এরপর রাজধানীর মুগদা হাসপাতালে করোনা ইউনিটে স্থানান্তর করা হয় তাকে। পরে আজ সেখানে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাইফ।
এ ব্যাপারে নোবিপ্রবির ইনস্টিটিউট অফ ইনফরমেশন সায়েন্সের প্রভাষক মো. ইমদাদুল হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ওই ছাত্রের দুইটি কিডনিই ড্যামেজ হয়ে গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ আত্মীয়-স্বজনের সহায়তায় ভারতে যাওয়ার কথা ছিল। এজন্য ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্রও প্রস্তুত করা হচ্ছিল। কিন্তু গত সপ্তাহে বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় তার করোনা পজিটিভ আসে। এরপর আজকে আইসিইউতে মারা গেলেন তিনি।
এদিকে, সাইফের মৃত্যুতে সর্বস্তরে নেমে এসেছে শোকের ছায়া। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলমসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, শুভাকাঙ্ক্ষী তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ঢাকা থেকে সাইফের মরদেহ তার নিজ বাড়ি নোয়াখালীর সুবর্ণচরের মুন্সিরহাটে আনার পর আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টায় জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে বলে জানা গেছে।