করোনামুক্ত পবিপ্রবি উপাচার্য

  © ফাইল ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হারুনর রশীদ করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এর আগে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১২ দিন চিকিৎসাধীন ছিলেন।

উপাচার্যের করোনামুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডক্টর মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি জানান, রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসির ফলোআপ রিপোর্টে নেগেটিভ এসেছে।

এর আগে গত সোমবার (১৩ জুলাই) করোনা উপসর্গ দেখা দিলে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা প্রদান করেন উপাচার্য। পরে তার ফুসফুসে ইনফেকশন থাকায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ ও তার স্ত্রী কনিকা মাহফুজকে এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়।

এদিকে করোনা থেকে মুক্ত হওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ তার ও তার স্ত্রীর রোগমুক্তির জন্য যারা দোয়া ও সহমর্মিতা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


সর্বশেষ সংবাদ