অনলাইন ক্লাস শুরু করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- পাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৬ মে ২০২০, ১০:০৭ PM , আপডেট: ০৬ মে ২০২০, ১০:০৭ PM
অনলাইন ক্লাস শুরু করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। আজ বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফারুক হোসেন চৌধুরী বিষয়টি জানিয়েছেন। প্রথম দিনে বিভিন্ন বিভাগের ২১টি বিষয়ে অনলাইন ক্লাস শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরী বলেন, ‘ইতোমধ্যে কয়েকটি বিষয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করা হয়। বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের মোট ২১টি বিষয়ে অনলাইন ক্লাস শুরু করা হয়েছে। তবে অনলাইনে পরীক্ষা বা মূল্যায়ন এই মূহূর্তে হবে না।’
প্রসঙ্গত, এর আগে সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয় অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করে। আর গত ২ মে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দুই হাজার ২৬০টি অনার্স কলেজে অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালানার নির্দেশ দেওয়া হয়। এছাড়া, দেশের ৬৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু আছে।