৭ মার্চে শাবিপ্রবি উপাচার্যের নেতৃত্বে শোভাযাত্রা

  © টিডিসি ফটো

আকাশে মেঘের ঘনঘটা তবুও বৃষ্টিকে উপেক্ষা করে ঐতিহাসিক ৭ মার্চের শোভাযাত্রা বের হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। শনিবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বর থেকে শোভাযাত্রা বের হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের নেতৃত্বে শোভাযাত্রায় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শোভাযাত্রার পর সংক্ষিপ্ত সমাবেশে উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের এই ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি দিয়ে ইউনেস্কো যেমন বঙ্গবন্ধু তথা বাঙালি জাতিকে সম্মানিত করেছে, তেমনি বাঙালি জাতির কাছেও ইউনেস্কোও সম্মানিত হয়েছে।

পরে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সাংস্কৃতিক সংগঠন চোখ ফিল্ম সোসাইটির সহযোগিতায় বঙ্গবন্ধু সম্পর্কিত ডকুমেন্টারি প্রদর্শনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে সকাল হতে বঙ্গবন্ধু চত্বর থেকে ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সম্প্রচার, জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


সর্বশেষ সংবাদ