ইতিহাস বিভাগের অনুমোদন না পেলে ইউজিসি ঘেরাও
- বশেমুরবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৭ AM , আপডেট: ০৪ এপ্রিল ২০২৪, ১০:৩১ AM
আগামী ৫ মার্চের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগকে অনুমোদন প্রদান না করা হলে ৬ মার্চ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কার্যালয় ঘেরাও করবেন বলে জানিয়েছেন ইতিহাস বিভাগের আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ (শুক্রবার) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী কারিমুল হক। এসময় তিনি বলেন, ‘‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি সম্মান জানিয়ে এবং ইউজিসির কমিটির প্রতি আস্থা রেখে আমরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনসমূহের তালা খুলে দিচ্ছি। তবে প্রশাসনিক ভবনের সামনে আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে।’’
ইউজিসি কর্তৃক গঠিত কমিটিকে নির্দিষ্ট সময়সীমা দিয়ে তিনি বলেন, ‘‘আগামী পাঁচ মার্চের মধ্যে অনুমোদন প্রদান না করা হলে ছয় মার্চ আমরা ইউজিসি কার্যালয় ঘেরাও করবো এবং আমরণ অনশন শুরু করবো।’’
ইউজিসি কার্যালয় ঘেরাও বিষয়ক এক প্রশ্নের উত্তরে কারিমুল হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘‘আমাদের শিক্ষার্থীদের একটি অংশ ঢাকায় গিয়ে ইউজিসির কার্যালয় ঘেরাও করবে এবং অপর অংশটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন অব্যাহত রাখবে।’’
উল্লেখ্য, বশেমুরবিপ্রবির সাবেক উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন ২০১৭ সালে ইউজিসির অনুমোদন ছাড়াই ইতিহাস বিভাগের শিক্ষাকার্যক্রম শুরু করেন। প্রায় তিন বছর পর চলতি বছরের ৬ ফেব্রুয়ারী ইউজিসির পক্ষ থেকে বিভাগটিতে নতুন কোনো শিক্ষার্থী ভর্তি না করানোর নির্দেশনা প্রদান করা হয়। ইউজিসির সিদ্ধান্তের প্রতিবাদে ৬ ফেব্রুয়ারী রাত থেকেই প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।