বশেমুরবিপ্রবির সমস্যা সমাধানে সাত সদস্যের কমিটি গঠন

  © ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগের অনুমোদন সংক্রান্ত জটিলতাসহ অন্যান্য সমস্যা সমাধানের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় মন্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

আজ ইউজিসিতে অনুষ্ঠিত এক মিটিংয়ে এ কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত প্রদান করা হয়। বশেমুরবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ‘‘ইতিহাস বিভাগের অনুমোদন সংক্রান্ত জটিলতাসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সমস্যা সমাধানের উদ্দেশ্যে ইউজিসি সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। কমিটি সকল বিষয় পর্যবেক্ষণ করে সুপারিশ প্রদান করবে।’’
তবে এ বিষয়ে এখনো বিস্তারিত চিঠি পাননি বলে তিনি জানিয়েছেন।

এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছে, কমিটি গঠিত হলেও দাবি আাদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

সাত সদস্যের কমিটিতে প্রধান হিসেবে রয়েছেন প্রফেসর ড. দিল আফরোজ বেগম। অন্যান্য ছয় সদস্য হলেন প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন, প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রফেসর ড. কামাল হোসেন (সদস্য সচিব), বশেমুরবিপ্রবির চলতি উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহজাহান, বশেমুরবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূরউদ্দিন আহমেদ এবং বশেমুরবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম এ সাত্তার

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারী থেকে ইউজিসি কর্তৃক ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে আন্দোলন করছে বিভাগটির প্রায় চার শতাধিক শিক্ষার্থী। আন্দোলনকারীরা একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়ায় টানা সাত দিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।


সর্বশেষ সংবাদ