বিশ্ববিদ্যালয়গামী বাসে যৌন হয়রানির শিকার নোবিপ্রবি ছাত্রী
- নোবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০, ০৫:৫১ PM , আপডেট: ২৯ জানুয়ারি ২০২০, ০৬:১৩ PM
বিশ্ববিদ্যালয়গামী বাসে অপরিচিত লোক কর্তৃক যৌন হয়রানির শিকার হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের এক ছাত্রী। আজ বুধবার (২৯ জানুয়ারী) সকাল ৮টায় মাইজদী শহর থেকে ক্যাম্পাসগামী বাসে এমন ঘটনার সম্মুখীন হন বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই ছাত্রী। পরে তিনি বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন।
ছাত্রীর অভিযোগ থেকে জানা যায়, মাইজদী বাজার থেকে বাস ছাড়ার কিছুক্ষণ পর এক অচেনা লোক বাসে উঠে। চলন্ত বাসে ওই সময় অন্য কোন শিক্ষার্থী না থাকায় লোকটি ঐ ছাত্রীর পিছন থেকে শরীরে হাত দেয় এবং যৌন হয়রানির চেষ্টা করে। এসময় ছাত্রী জোরে আওয়াজ করে উঠলে লোকটি বাস থেকে নেমে যায়।
লোকটি এমনভাবে আমার শরীরে হাত দিয়েছে এখন পর্যন্ত নিজেকে অশান্ত মনে হচ্ছে। এইরকম ঘটনা প্রায় সময় বাসে ঘটে। অনেক শিক্ষার্থীরা এসব ঘটনার শিকার হয়েও কারো কাছে বলতে পারেনা। অতিদ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী শিক্ষার্থীর।
ভুক্তভোগী ছাত্রীর এক বান্ধবী বলেন, এভাবে একের পর এক যৌন হয়রানির ঘটনা ঘটতে থাকলে আমরা নিরাপত্তা পাবো কোথায়। যেখানে একজন ছাত্রী নিজ বিশ্ববিদ্যালয়ের বাসেই নিরাপদ নয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ঘটনায় তিন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। আজকের মধ্যেই তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।