বশেমুরবিপ্রবিতে র্যাগিংয়ে জড়ালে শাস্তিমূলক ব্যবস্থা
- বশেমুরবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০, ০৭:১৯ PM , আপডেট: ২১ জানুয়ারি ২০২০, ০৭:৩৮ PM
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) র্যাগিং করলে বা র্যাগিং এ প্ররোচিত করলেই নেয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় কর্তৃক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান সাক্ষরিত বিজ্ঞপ্তিটিতে বলা হয়, ‘‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতির পিতার নামাঙ্কিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ- এ র্যাগিং সম্পূর্ণ নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। র্যাগিং স্বাভাবিক শিক্ষার পরিবেশ বিঘ্নিত ও শিক্ষার্থীদের মাবসিক সমস্যার সৃষ্টি করে। অত্র বিশ্ববিদ্যালয়ে কোথাও কোনো র্যাগিং করা যাবেনা। কেউ র্যাগিং করলে বা র্যাগিং করতে প্ররোচিত করলে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান জানান, ‘‘বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা যাতে একটি সুন্দর শিক্ষার পরিবেশ পায় এবং কোনো ধরনের নির্যাতনের শিকার না হয় সেটি নিশ্চিত করতেই এই বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে।’’