র্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নোবিপ্রবির
- নোবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ০২:৫১ PM , আপডেট: ০৮ জানুয়ারি ২০২০, ০৩:০৮ PM
র্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। ২০১৯-২০ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসা শুরু করেছে। সাধারণত নতুন শিক্ষার্থীরাই র্যাগিংয়ের শিকার হয়ে থাকে। এই বছরও র্যাগিংয়ের প্রবণতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করে এসব অনভিপ্রেত ঘটনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে র্যাগিংয়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন বর্ষের শিক্ষার্থীদের আগমন উপলক্ষে ক্যাম্পাসে র্যাগিংয়ের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা নোবিপ্রবির আইন পরিপন্থী।
র্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা ঘোষণা করা হয়েছে, সামান্য র্যাগিংয়ের প্রমাণ পাওয়া গেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। শিক্ষার্থীদের র্যাগিং থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করে আরো জানানো হয়, কোন অভিযোগ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের আইনানুযায়ী অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে।
এছাড়া র্যাগিংয়ের শিকার ভুক্তভোগী শিক্ষার্থীকে ০১৭০৮-৪১৩৫৯২ এই নাম্বরে কল দিয়ে অভিযোগ জানাতে বলা হয়েছে।