যথাযোগ্য মর্যাদায় নোবিপ্রবিতে জেলহত্যা দিবস পালিত
- নোবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯, ০৬:৩৬ PM , আপডেট: ০৩ নভেম্বর ২০১৯, ০৬:৩৬ PM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত হয়েছে। রবিবার (৩ নভেম্বর ২০১৯) জেলহত্যা দিবস উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কালো ব্যাজ ধারণ করে।
শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নোবিপ্রবি পরিবারর পক্ষ থেকে উপাচার্য মহোদয় শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর নোবিপ্রবি মহান মুক্তিযুদ্ধর চেতনায় ও বঙ্গবন্ধু আদর্শে উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. গাজী মহসীন, প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নোবিপ্রবি বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, মহান মুক্তিযুদ্ধর চেতনায় ও বঙ্গবন্ধু আদর্শে উদ্বুদ্ধ শিক্ষক, বঙ্গবন্ধু পরিষদ ও ছাত্র-শিক্ষকসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।