বিইউপিতে রানার্সআপ মাভাবিপ্রবির ‘দুর্বার’
- মাভাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯, ০৯:৪৭ PM , আপডেট: ০৪ মে ২০২১, ১১:৪০ AM
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আন্তঃবিশ্ববিদ্যালয় কালচারাল ফেস্টে রানার্সআপ হয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) টিম ‘দুর্বার’।
গতকাল শুক্রবার (১ নভেম্বর) শুরু হওয়া এই প্রতিযোগিতায় দেশের ৯টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। আজ শনিবার বিচারকদের ঘোষণায় দলটি দ্বিতীয় স্থান অর্জন করে।
টাঙ্গাইলের কান্দাপাড়ার যৌনকর্মীদের জীবনের পটভূমি কেন্দ্রিক ব্যতিক্রমধর্মী থিম নিয়ে বিইউপির মঞ্চ মাতিয়েছে মাভাবিপ্রবির এই দুর্বার টিম।
তবে এই ফলাফলে সন্তুষ্ট নয় বলে জানিয়েছে মাভাবিপ্রবির দুর্বার টিমের সদস্যরা। তারা জানান, গতকালের দুর্দান্ত পারফর্মেন্স এ বিচারক এবং দর্শকের চোখে শ্রেষ্ঠ ছিল তারাই। কিন্তু বিভিন্ন কলাকৌশল প্রয়োগ করে ফলাফল পরিবর্তন করেছে বলে অভিযোগ করেছেন তারা।
প্রতিযোগিতায় যৌথভাবে ১ম হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ।