চৌমুহনীতে ট্রেনে পাথর নিক্ষেপ, নোবিপ্রবির ভর্তিচ্ছু শিক্ষার্থী আহত

  © টিডিসি ফটো

আগামী ১ ও ২ নভেম্বর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভর্তি পরীক্ষা উপলক্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসা শুরু করেছে। তবে পথিমধ্যে দুর্বৃত্তরা টার্গেট করে পাথর নিক্ষেপ করলে ট্রেনে আসা তিন ভর্তিচ্ছু  শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার ঢাকা থেকে নোয়াখালীতে ছেড়ে আসা ট্রেনটি নোয়াখালীর চৌমুহনী অতিক্রম করার সময় ট্রেনটি টার্গেট করে অনেকগুলো পাথর নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ওই ৩ পরীক্ষার্থী গুরুতর আহত হয়।

তাদের মধ্যে নরসিংদী থেকে আসা জাহিদ হাসান নামে একজন পরীক্ষার্থীর ঠোঁটে পাথর পড়লে তার ঠোঁট কেটে যায়। এছাড়া দাঁতেও মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। এসময় অপর দুই জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আঘাতপ্রাপ্ত হয় বলে জানান জাহিদ।

আহতদের চৌমুহনী থেকে এনে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে নোয়াখালী পৌরসভার স্বেচ্ছাসেবকরা।

আহত পরীক্ষার্থী জাহিদ হাসান বলেন, ‘ট্রেনে অনেক ভর্তিচ্ছু শিক্ষার্থী আসার কথা রয়েছে। এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, কর্তৃপক্ষ যেন এ বিষয়ে ব্যবস্থা নেয়।

বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর ইমরুল কায়েস ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে বলেন, ‘এটা যেহেতু ক্যাম্পাসের বাইরের ঘটনা, আমরা জেলা প্রশাসনের মাধ্যমে রেল কর্তৃপক্ষকে জানাবো যেন তারা এর যথাযথ ব্যবস্থা নেয় ।’


সর্বশেষ সংবাদ