ইভটিজিং এর শিকার নোবিপ্রবির দুই শিক্ষার্থী

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কেন্দ্রীয় খোলার মাঠে ইভটিজিং এর শিকার হয়েছেন দুই শিক্ষার্থী। গতকাল ২২ অক্টোবর (মঙ্গলবার) বিকালে খেলার মাঠ সংলগ্ন টঙ দোকানের সামনে এ ঘটনা ঘটে। যৌন হয়রানির শিকার দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থী।

ভুক্তভোগি শিক্ষার্থীরা জানান, দুই বান্ধবী নাস্তা করার উদ্দেশ্যে টঙ দোকানের সামনে আসলে পাশের টঙ এ বসে থাকা বেশ কিছু ছেলে তাদের উত্যক্ত করে। বাধ্য হয়ে তারা দ্রুত স্থান ত্যাগ করে। এসময় বখাটেরা পেছন থেকে তাদের ডেকে বাজে মন্তব্য করে বলেও জানায় তারা।

নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়ে এ দুই শিক্ষার্থী বলেন, আজ আমরা নিজের ক্যাম্পাসের ভিতরেই হয়রানির শিকার হই। তাহলে কোথায় গেলে আমরা নিরাপত্তা পাবো।

এ ব্যাপারে দুঃখ প্রকাশ করে সহকারী প্রক্টর শেখ মারুফা নাবিলা বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইভটিজিং শিকার হলে তারা যেন প্রক্টর বরাবর অভিযোগ করে। অভিযোগ আসলে ইভটিজার ক্যাম্পাসের ছাত্র এবং বহিরাগত যেই হোক আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নিব।


সর্বশেষ সংবাদ