আন্দোলনে লাপাত্তা বশেমুরবিপ্রবি প্রক্টর

  © টিডিসি ফটো

উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হওয়ার পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রক্টর আশিকুজ্জামান ভুঁইয়া। গত ১০ দিন যাবৎ ছাত্র ছাত্রীরা রা বিভিন্ন প্রয়োজনে তার সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন।  তার মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। এমনকি তিনি গোপালগঞ্জের বাইরে অবস্থান করছেন বলেও জানা গেছে।

এ বিষয়ে সহকারী প্রক্টর ড. মো. বশির উদ্দিন জানান, আন্দোলনের শুরুর দিন থেকেই আশিকুজ্জামান ভুঁইয়া অসুস্থ। বর্তমানে তিনিই ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রক্টরের এমন অসুস্থতা ভালোভাবে নিচ্ছেননা শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, "তিনি উপাচার্যের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন। মূলত, একারণেই এখন নিজেকে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন। বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির এক সদস্য জানান, তিনি আমাদের ডিবেটিং সোসাইটির একজন উপদেষ্টা। সংগঠনজনিত কারণে তার সাথে যোগাযোগ করাটা খুবই প্রয়োজন ছিলো। কিন্তু বর্তমানে কোনোভাবেই তার সাথে যোগাযোগ করতে পারছিনা"

উল্লেখ্য, আশিকুজ্জামান ভুঁইয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দায়িত্বের পাশাপাশি মানবিক অনুষদের ডিন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান এবং প্রকল্প পরিচালকসহ আরো বেশকিছু পদে দায়িত্ব পালন করছেন।


সর্বশেষ সংবাদ