হাবিপ্রবিতে প্রজেক্ট হাব অনুষ্ঠিত

  © টিডিসি ফটো

ইইই ক্লাব অব এইচএসটিইউর উদ্যোগে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবি­প্রবি) অনুষ্ঠিত হয়েছে প্রজেক্ট হাব ২০১৯।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের নিচতলায় প্রজেক্ট হাব শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রজেক্ট হাব প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.বিধান চন্দ্র হালদার।

অনুষ্ঠানে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও ইইই ক্লাব অব এইচএসটিইউর সভাপতি মো.ফারুক কিবরিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসসি অনুষদের ডিন আদিবা মেহজাবীন মিতু। এছাড়াও উপস্থিত ছিলেন ইইই বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান।

নাহিয়ান চৌধুরী জয়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার বলেন, এটি অনেক ভালো একটি উদ্যোগ। আমাদের বিশ্ববিদ্যালয়ের এ ধরণের কাজ হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। এ ধরণের কাজের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জ্ঞানের বিকাশ ঘটানোর সুযোগ পাবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের নিত্য নতুন প্রযুক্তি উদ্ভাবন দেশ ও জাতির কল্যাণে কাজ করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে বলে মনে করি। আমাদের শিক্ষার্থীরা প্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ভাবমূর্তি উজ্জ্বল করতে আরও ভালো ভালো কাজ করবে এই প্রত্যাশা করি। সকলের জন্য আমার সে দোয়া ও আশীর্বাদ রইলো।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইইই ক্লাবের সহ-সভাপতি ইমন সরকার হানিফ, সাধারণ সম্পাদক আনাম সাব্বিরসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

প্রজেক্ট হাব প্রতিযোগিতায় প্রজেক্ট শোকেসিং, লাইন ফলোয়ার রোবট, গেমিং কনটেস্ট, আইটি কনটেস্টের আয়োজন করা হয়। প্রজেক্ট শোকেসিং প্রতিযোগিতাটি দুই ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। ক্যাটাগরি এ (১৯ ব্যাচের শিক্ষার্থীরা), বি তে (১৮ সহ অন্য ব্যাচের শিক্ষার্থীরা) অংশগ্রহণ করেন। এছাড়াও গেমিং কনটেস্টে ফিফা, লুডুস্টার, পাবজি, রুবিস কিউব খেলা অনুষ্ঠিত হয়। ‘প্রজেক্ট হাব-২০১৯’ স্পন্সর সহযোগিতায় ছিলেন সিলিকন কম্পিউটার্স।

বিকাল ৪টার দিকে প্রজেক্ট হাবে অংশগ্রহণকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় ক্যাটাগরি ‘এ’ তে বিজয়ী হয়েছেন ইইই ১৯ ব্যাচের ম্যাগনেট এ ১২ গ্রুপ এবং রানার আপ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের মেক১৯ গ্রুপ এ৪।

ক্যাটাগরি ‘বি’ তে চ্যাম্পিয়ন পদার্থ বিজ্ঞান বিভাগের ফোটন গ্রুপ বি৩, রানারআপ ইইই ১৮ ব্যাচের এইচএলএফ কনকুয়ার গ্রুপ বি১। লাইন ফলোয়ার রোবট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইইই বিভাগের এইচএলএফ মিলিশিয়া, রানার আপ এইচএসটিইউ রোবো ডিস্ট্রয়ার।

গেমিং কম্পিটিশনের রুবিক্স এ প্রথম আল রাব্বি (সিভিল ১, ২), দ্বিতীয় আশিক(ইইই ৪, ১), ফিফা-১৮ এ প্রথম রিয়াজ আহমেদ তারিক (ইইই ৪, ১), দ্বিতীয় ফাহিম ফুয়াদ (এগ্রিকালচার ২, ১), লুডুস্টার এ প্রথম রুহুল আমিন (ইইই ২, ১) দ্বিতীয় (তুষার বিবিএ ৩, ২)।


সর্বশেষ সংবাদ