২১ নভেম্বর ২০২৫, ১২:৪৪

ভূমিকম্পের সময় ভবন থেকে লাফ দিয়ে ডুয়েটের দুই শিক্ষার্থী আহত

ডুয়েটের বিভিন্ন ভবন  © টিডিসি ফটো

ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ভবন থেকে লাফিয়ে পড়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত। ভূমিকম্পের তীব্রতায় প্রতিষ্ঠানটির ক্ষতিগ্রস্ত হয়েছে কাজী নজরুল ইসলাম হল। আজ শুক্রবার (২১ নভেম্বর) ডুয়েটের কাজী নজরুল ইসলাম হলের দুই শিক্ষার্থী ভূমিকম্পে আতঙ্কিত হয়ে দু’তলা ভবন থেকে লাফিয়ে পড়ে। 

আরও পড়ুন: ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত

এসময় ঐ দুই শিক্ষার্থীর পা ভেঙে যায়। আহত দুই শিক্ষার্থী ডুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষে অধ্যায়নরত। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য ডুয়েট মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

এদিকে কাজী নজরুল ইসলাম হলের কয়েক জায়গায় ফাটল ধরেছে এবং ভূমিকম্পের ঝাকুনিতে দেয়াল থেকে টাইলস এবং গ্লাস খসে পড়েছে।  এছাড়াও ডুয়েট সংলগ্ন আব্দুস সত্তার সরনীতে একটি বহুতল ভবন হেলে পড়েছে।