শাবিপ্রবি ছাত্রদল নেতার উদ্যােগে খেলোয়াড়দের জন্য পানির ফিল্টার স্থাপন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদনান আহমেদ মোহনের ব্যক্তিগত উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের আধুনিক ফুড কোর্টের পাশে এবং হ্যান্ডবল গ্রাউন্ড সংলগ্ন মাঠের পাশে খেলোয়াড়দের জন্য একটি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১২টার দিকে এটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাহাত জামান, সহ-সভাপতি মার্জিয়া সুলতানা পিংকী, সাধারণ সম্পাদক নাইম সরকার, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান চাঁদ, মারুফ বিল্লাহ, আফফান, মুস্তাকিম প্রমুখ।
আরও পড়ুন: মেডিকেল-ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি আগামী সপ্তাহে
এসময় আদনান মোহন বলেন, বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্টের পাশে হ্যান্ডবল গ্রাউন্ড রয়েছে। এখানে প্রতিদিনই শিক্ষার্থীরা খেলাধুলা করে। এছাড়া ফুডকোর্টের পাশে বসে শিক্ষার্থীরা আড্ডা দেয়, পড়াশোনা করে। কিন্তু সেখানে দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকট ছিল। এই সমস্যার সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। শিক্ষার্থীদের দুর্ভোগের কথা চিন্তা করে ব্যক্তিগত উদ্যোগে এই সংকট সমাধানের সিদ্ধান্ত নিয়েছি।