জিবিএস ভাইরাসে আক্রান্ত শাবিপ্রবির প্রান্ত বাঁচতে চায়
- ইলিয়াস শান্ত
- প্রকাশ: ০৯ মার্চ ২০১৯, ০৫:১১ PM , আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০৫:৪৯ PM
গুলেন বারি সিন্ড্রোম ভাইরাসে (জিবিএস) আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সৈয়দ আরিফ সাদিক প্রান্ত ।
বেশ কিছুদিন যাবৎ প্রান্ত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন। কিছুদিন আগে হঠাৎ করেই পক্ষাঘাতগ্রস্থ হলে তাকে শ্যামলী ইডেন মাল্টিকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ডাক্তারি পরীক্ষায় বলা হয়েছে, প্রান্তর জিবিএস ভাইরাস সংক্রমিত হয়ে অবস্থার আরো অবনতি ঘটছে। সপ্তাহ খানেকের মধ্যে এই ভাইরাস শরীরের আরো সংবেদনশীল অঙ্গ-প্রত্যঙ্গে প্রবেশ করে শ্বাস-প্রশ্বাস বন্ধ করে দিতে পারে। সে ক্ষেত্রে মৃত্যু অনিবার্য। ফলে তাৎক্ষণিকভাবে আমরা তার স্বাভাবিক চিকিৎসা দেয়ার চেষ্টা করছি।
এই চিকিৎসা বাবদ প্রাথমিকভাবে দশ থেকে বারো লাখ টাকা প্রয়োজন। কিন্তু প্রান্তর পরিবারের একার পক্ষে এতগুলো টাকা জোগাড় করা সম্ভব নয়। এদিকে সময়ও বেশি নেই।
এ অবস্থায় পরিবার ও সহপাঠীদের পক্ষ থেকে প্রান্তর চিকিৎসা বাবদ আর্থিক সাহায্যের জন্য আকুল আবেদন জানানো হয়েছে। প্রান্তর সহপাঠীরা মনে করছেন, সে সুস্থ হয়ে আবার তাদের পরিবার এবং তাদের মাঝে ফিরে আসবে। পাশাপাশি তারা প্রান্তর সুস্থতার জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন বলেও জানিয়েছেন।
সৈয়দ আরিফ সাদিক প্রান্তর আবেদনে এগিয়ে আসতে নিম্নোক্ত মাধ্যমগুলো অনুসরণ করতে বলা হয়েছে।
01672531596 (বিকাশ)
01747130853 (বিকাশ)
01686797545 (বিকাশ)
01765564786 (বিকাশ)
এছাড়া যেকোনো প্রয়োজনে:
ফাহাদ আসগর 01672531596 এবং
খালিদ মাহমুদ কানন 01521457977