হাবিপ্রবি ছাত্রনেতাদের ঈদ ভাবনা
- হাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৯:৫৯ PM , আপডেট: ৩১ মার্চ ২০২৫, ০৬:১৮ PM

ঈদ হল আনন্দ ও খুশির দিন। তবে প্রতিটি ব্যক্তির জন্য এই আনন্দের রূপ হয়ে থাকে ভিন্ন। বিশেষ করে ক্যাম্পাসের রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য ঈদ হয়ে ওঠে এক ভিন্ন অনুভূতি এবং তা প্রকাশ পায় তাদের ভাবনা, সাংগঠনিক পরিকল্পনা ও প্রত্যাশায়। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক নেতৃবৃন্দের এবারের ঈদ নিয়ে তাদের অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাচ্ছেন দ্যা ডেইলি ক্যাম্পাসের হাবিপ্রবি প্রতিনিধি রিয়া মোদক।
বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি শেখ রিয়াদ বলেন, এবারের ঈদ তিনি তার নিজ এলাকায় করবেন। কিছুদিন ক্যাম্পাসে কাটানোর পরিকল্পনা করেছেন এবং ৩০ তারিখে বাসায় চলে যাবেন। সংগঠনের পক্ষ থেকে ঈদের আনন্দে স্থানীয় দুঃস্থ মানুষদের সেমাই চিনি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, অনেক দরিদ্র ছাত্রকে পাঞ্জাবি দেওয়া হয়েছে এবং কর্মচারীদের জন্য আতর ও টুপি দেওয়ার পরিকল্পনা রয়েছে। রাজনৈতিক বা সাংগঠনিক বার্তা হিসেবে তিনি সকলকে নিজেদের আদর্শকে সম্মান জানাতে আহ্বান জানিয়েছেন। ঈদ উদ্যাপনের ক্ষেত্রে তিনি জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখেন। তার মতে যা কখনো কখনো নিরিবিলি ভালো কাজ করতে বাধা সৃষ্টি করে। পরিশেষ, ঈদের পর ক্যাম্পাসে ভর্তি পরীক্ষার জন্য কিছু পরিকল্পনা রয়েছে, যা নিয়ে তিনি কাজ করছেন বলে জানান।
হাবিপ্রবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তোফাজ্জল হোসেন তপু বলেন, এবারের ঈদ তিনি পরিবার ও নিজ এলাকার মানুষদের সঙ্গে কাটানোর পরিকল্পনা করেছেন। তিনি হাবিপ্রবি শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হাবিপ্রবি শাখার পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। নিজ এলাকায় অসহায় এবং দুস্থ মানুষের জন্য কিছু করার ইচ্ছে আছে জানিয়ে তপু বলেন, আল্লাহর ওপর তিনি সবসময় ভরসা রেখেছেন। ঈদ আমাদের মাঝে এক অনাবিল ভালোবাসা নিয়ে আসে, যা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক। ছাত্রনেতা বা সমন্বয়ক হিসেবে ঈদ উদ্যাপনের ক্ষেত্রে তিনি বিশেষ কোনো চ্যালেঞ্জ অনুভব করছেন না, কারণ আগের মতোই ঈদ উদ্যাপন হবে বলে আশা করেন তপু। ঈদের পর ক্যাম্পাসে হাবিপ্রবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩৩ দফা দাবির বাস্তবায়ন নিয়ে কাজ করবেন এবং শিক্ষার্থীদের সহযোগিতা পেতে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বার্নার্ড পলাশ বলেন , আমি তো খ্রিষ্টান ধর্মাবলম্বী। তবে আমি মুসলিম ধর্মের আমার সকল ভাই বোনদের ঈদের শুভেচ্ছা জানাই। এবারের ঈদ আমার ঢাকায় কাটবে। বিশ্ববিদ্যালয় পরিবারের সবার প্রতি আমাদের বার্তা থাকবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, যাকে আমরা আমাদের অভিভাবক মনে করি, তিনি ৩১ দফা দিয়েছেন। সেই আলোকে আমরা বাংলাদেশে অবস্থানকারী দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি রেইনবো স্টেট গড়তে চাই। ক্যাম্পাসেও জুলাই পরবর্তী পরিবর্তিত প্রেক্ষাপটে সবাইকে বক্তব্য প্রদানের সময় সবাইকে সহনশীল থাকার আহ্বান জানাই। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ, আমাদের এই দিকে সচেষ্ট থাকতে হবে। পরিশেষে, সবার ঈদ অনেক ভালো কাটুক। ক্যাম্পাসে আবার সবাই নিরাপদে ফিরুক, এটাই প্রত্যাশা করছি। আমরা ঈদেেের পর সাংগঠনিকভাবে ঈদ পুনর্মিলনীর আয়োজন করার চিন্তাভাবনা করছি বগুড়ায়।