পবিপ্রবি ছাত্রশিবিরের ঈদসামগ্রী বিতরণ
- পবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৪:৪৭ PM , আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৪:৪৭ PM

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শাখার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখে প্রায় শতাধিক মানুষের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীণ ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. মামুন-উর-রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীণ ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আব্দুল মাসুদ। এছাড়াও শাখা শিবিরের সভাপতি জান্নাতীন নাঈম জীবনসহ শিবিরের অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে গ্রীণ ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. মামুন-উর-রশিদ বলেন, ‘ছাত্রশিবিরের আজকের এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। আমরা এখানে যারা আছি, সবাই যেন একটি পরিবারের অংশ। ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য এই ক্ষুদ্র আয়োজন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে ছাত্রশিবির বড় পরিসরে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারে।’
শাখা ছাত্রশিবিরের সভাপতি জান্নাতীন নাঈম জীবন বলেন, ‘ছাত্রশিবির সর্বদাই সাধারণ মানুষের পাশে থাকে, ছাত্রদের পাশে থাকে এবং তাদের অধিকার আদায়ে সচেষ্ট থাকে। যেহেতু ছাত্রশিবির মূলত ছাত্রদের নিয়ে কাজ করে, তাই কর্মচারীদের নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য আজকের এই আয়োজন। আমরা আশা করি, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করতে পারব।’