পাবিপ্রবি অর্থনীতি বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত
- পাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৭ জানুয়ারি ২০১৯, ১১:১৬ AM , আপডেট: ১৭ জানুয়ারি ২০১৯, ১১:৩০ AM
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) অর্থনীতি বিভাগের অর্থনীতি সমিতি কর্তৃক আয়োজিত ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের নবীন বরণ ও ২০১১-২০১২ শিক্ষাবর্ষের বিদায় অনুষ্ঠিত হয়েছে বুধবার। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-২’তে বিকাল ৩টায় শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম ও বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ার খসরু পারভেজ, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাবিবুল্লাহ, প্রক্টর ড. প্রীতম কুমার দাস ও ছাত্র উপদেষ্টা মুহাম্মদ আরিফ ওবায়দুল্লাহ। আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মো. আল-আমিন।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদ চৌধুরী আসিফ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু, বিদায়ী ব্যাচের শিক্ষার্থীরা ও বিভাগের প্রতিটি ব্যাচ থেকে একজন করে শিক্ষার্থী।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে আতশবাজি দিয়ে শুরু করে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ও ফানুস উড়িয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান শেষ হয়।