শাবিপ্রবি শিক্ষার্থীর আত্মহত্যায় তদন্ত কমিটি গঠন
- শাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৯, ০২:৩৭ PM , আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯, ০৩:২৩ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের শিক্ষার্থী তাইফুর রহমান প্রতীকের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য জানান।
বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল এন্ড মিনারেল সায়েন্সের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনকে প্রধান করে গঠিত কমিটির অন্যান্যরা হলেন, গণিত বিভাগের প্রধান অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহকারী প্রক্টর মো. সামিউল ইসলাম।
আরো পড়ুন শিক্ষক হওয়ার স্বপ্নই প্রতীকের ‘অপরাধ’, ক্ষোভে-কষ্টে আত্মহত্যা
সোমবার বিকালে সিলেট নগরীর কাজলশাহ এলাকার একটি বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত থাকা শাবিপ্রবি শিক্ষার্থী তাইফুর রহমান প্রতীকের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রতীক বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ সেশনের ছাত্র এবং গ্রামের বাড়ি নরসিংদী জেলায়।
এ বিষয়ে নগরীর কোতোয়ালি থানার এসআই আকবর হোসাইন ভূইয়া বলেন, ‘বিকালে প্রতীকের রুমের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। আমাদের ধারণা রবিবার মধ্যরাত বা শেষ রাতে তিনি আত্মহত্যা করেছেন।’