নোবিপ্রবির হলের খাবারে পাওয়া গেল নেইল কাটার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৬ PM , আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৮ PM

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) জুলাই শহীদ স্মৃতি ছাত্রী হলে খাবারের মধ্যে নেইল কাটার পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হলের ছাত্রীরা।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে খাওয়ার সময় এক ছাত্রী খাবারে নেইল কাটার পান। এই ঘটনায় ক্যান্টিন অপারেটরকে অপসারণ করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে হল কর্তৃপক্ষ।
ওই ছাত্রীর অভিযোগ, রাতে খাওয়ার ডাইনিং থেকে গিলা-কলিজা নিয়ে নিজের কক্ষে আসেন তিনি। রুমে এসে খাবার প্যাকেটটি খুলে তার ভেতরে একটি জং পড়া নেইল কাটার (নখ কাটার মেশিন) দেখতে পান। এটা দেখার পর আর খাবার না খেয়ে রাত পার করা লাগছে।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের হলে প্রায়ই খাবারের সঙ্গে পোকামাকড় পাওয়ার ঘটনা ঘটে। এছাড়া হলের শিক্ষার্থীদের অভিযোগ, হলের খাবারের মান অত্যন্ত নিম্ন।
নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের একাধিক আবাসিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, হলের খাবারের মান নিয়মিত তদারকি করা হয় না। যেদিন কেউ তদারকিতে আসেন, তখন তাদের জন্য বিশেষ রেসিপি করা হয়। এছাড়া হলের ডাইনিংয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বালাই নাই। কী যে একটা বাজে পরিবেশ এ ডাইনিংয়ের তা বলে বুঝানো যাবে না।
হলের আবাসিকে থাকা একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, হলের ডাইনিংয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বালাই নেই। ডাইনিংয়ে যারা কাজ করেন, তাদের শিশু-বাচ্চারা সব সময় ডাইনিংয়ে থাকে। ডাইনিংয়ে পরিবেশ খুবই বাজে। তাদের রান্নাবান্না বা খাবার অপরিষ্কার হাতে ঘাঁটাঘাঁটি দেখলে তা খাওয়ার রুচি আসে না।
এ বিষয়ে শহিদ স্মৃতি ছাত্রী হলের হল প্রভোস্ট মো. নাসির উদ্দিন বলেন, খাবারে নখ কাটার মেশিন পাওয়ার খবর জানার পর আমরা বর্তমান অপারেটরকে বাদ দিয়েছি। নতুন অপারেটরের জন্য ক্যান্টিন কমিটিকে দায়িত্ব দিয়েছি। আগামী মাসের ১ তারিখ থেকে নতুন অপারেটর ক্যান্টিন পরিচালনা করবে। এ ঘটনার আগেই বর্তমান অপারেটরের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। আমরা তাকে বারবার সতর্ক করার পরেও এ রকম ঘটনা ঘটায় আমরা তাকে বাদ দিয়ে ১ তারিখ থেকে নতুন অপারেটর নিয়োগ দিচ্ছি। বর্তমান অপারেটর এ মাসের শেষ পর্যন্ত ক্যান্টিন চালাবে।