মাদকসহ চার যুবক আটক নোবিপ্রবিতে
- নোবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৯:০৮ AM , আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ০৯:১৩ AM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মাদকসহ (গাঁজা) ৪ বহিরাগত যুবক আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। বিদেশ যাওয়ার পূর্বে বন্ধুদের সাথে মাদকের (গাঁজা) ট্রিট দিতে চার বন্ধু মিলে নোবিপ্রবিতে আসে বলে জানা যায়।
সোমবার (৭ই অক্টোবর) সন্ধ্যায় নোবিপ্রবির ময়নাদ্বীপে প্রক্টরিয়াল বডির নিয়মিত অভিযানে তাদের আটক করা হয়। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী প্রক্টর সাজ্জাদুল করিম।
আটককৃতরা হলেন, মেহেদী (২৫), মিরু (২৪) ও শান্ত (২৩) ও অন্য একজনের নাম জানা যায়নি। এসময় তাদের কাছ থেকে ৪ টি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক, একটি এয়ার বাড, দুটি হেডফোন, দুটি মানিব্যাগ, ফোন চার্জ দেয়ার একটি চার্জার, সিগারেট ও ক্রয়কৃত গাঁজা পাওয়া যায়।
এই বিষয়ে নোবিপ্রবির সহকারী প্রক্টর সাজ্জাদুল করিম (আইন বিভাগ) বলেন- ‘প্রক্টরিয়াল বডির নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ময়নাদ্বীপে অভিযান পরিচালনা করি। এই সময় মাদকদ্রব্য সহ ৪ বহিরাগতকে আমরা আটক করি।’
তিনি আরও বলেন, ‘তাঁদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং ভবিষ্যতে এই রকম কাজে জড়িত থাকবে না বলে তাঁদের থেকে মুচলেকা নিই। পরবর্তীতে আমরা তাঁদেরকে আনুমানিক রাত ৯:৩০ মিনিট নাগাদ পুলিশের কাছে হস্তান্তর করি। পুলিশ মামলা এন্ট্রি করে তাঁদেরকে থানায় সোপর্দ করবে বলে জানায়।’
উল্লেখ্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাহিরে আশেপাশের এলাকায় মাদকসেবন রোধে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে।