পবিপ্রবিতে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৪ অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৪ উপলক্ষে পতাকা উত্তোলন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৪ উপলক্ষে পতাকা উত্তোলন  © সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে পটুয়াখালী জেলায় অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

জাতীয় বিজ্ঞান অ্যাকাডেমির পরিচালনায় ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ অলিম্পিয়াড উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী। সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদীয় ভবনের সামনে পতাকা উত্তোলন করে এ আনুষ্ঠানিকতার উদ্বোধন করা হয়।

 উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, ‘বিজ্ঞান চর্চায় তরুণ প্রজন্মকে আগ্রহী করে গড়ে তোলাই বিজ্ঞান অলিম্পিয়াডের মূল উদ্দেশ্য। তরুণ প্রজন্মের বিজ্ঞান চার্চাই আগামীর ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মুখ্য ভূমিকা পালন করবে’।

বিজ্ঞান অলিম্পিয়াড পরিচালনা কমিটির সদস্য-সচিব সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল হাসানের সঞ্চালনায় এ সভায় উদ্‌বোধনী বক্তব্য প্রদান করেন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এস এম তাওহিদুল ইসলাম।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা ও বিভাগীয় পর্যায় শেষে আগামী ৯ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এবারের বিজ্ঞান অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ