শিক্ষামন্ত্রীকে হাবিপ্রবির উপাচার্যের শুভেচ্ছা
- হাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ০১:৫৩ PM , আপডেট: ১৪ জানুয়ারি ২০২৪, ০১:৫৯ PM
বাংলাদেশ সরকারের নতুন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর নওফেলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান।
শনিবার (১৩ জানুয়ারি) রাজধানী ঢাকায় মন্ত্রীর বাসভবনে উপাচার্য ও শিক্ষামন্ত্রীর মধ্যে কুশল বিনিময় হয়। এ সময় উপাচার্য শিক্ষামন্ত্রীকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান বলেন, শিক্ষা পরিবার তারুণ্যদ্বীপ্ত একজন মন্ত্রী পেয়ে আমরা আনন্দিত ও গর্বিত। আশা করছি তার যোগ্য ও দক্ষ নেতৃত্ব শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক রূপান্তর ঘটাবে।
প্রসঙ্গত, নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরি (নওফেল) পূর্বে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এবার পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেন।