২৭ নভেম্বর ২০২৩, ১৪:০০

মাভাবিপ্রবিতে গবেষণা কার্যক্রমে ব্যান্সডক তথ্য সেবা বিষয়ক সেমিনার

সেমিনারে উপস্থিত অতিথি ও শিক্ষকগণ  © টিডিসি ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) গবেষণা কার্যক্রমে বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার (ব্যান্সডক) প্রদত্ত তথ্য সেবা ও ই-সার্ভিস অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ আর এম সোলাইমান এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। 

আরও পড়ুন: চিঠির অপেক্ষায় পড়ে আছে হাবিপ্রবির ডাকবাক্স

সেমিনারে ব্যান্সডকের মহাপরিচালক অতিরিক্ত সচিব মীর জহুরুল ইসলামের পক্ষে প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার (অতি. দায়িত্ব) মো. মনিরুজ্জামান সভাপতিত্ব করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, হল প্রভোস্ট ও অফিস প্রধানগণ অংশগ্রহণ করেন।