হাবিপ্রবির ফিশারিজ পুকুরে পড়ে এক ছাত্রীর মৃত্যু, আরেকজন আইসিইউতে

হাবিপ্রবির ফিশারিজ পুকুর
হাবিপ্রবির ফিশারিজ পুকুর  © টিডিসি ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ফিশারিজ পুকুরে পড়ে দুই কলেজছাত্রী ডুবে গেছেন। তাদের মধ্যে একজনের তাৎক্ষণিক মৃত্যু হয়েছে। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজের আইসিইউতে রাখা হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত ছাত্রীর নাম প্রীতি। তিনি দিনাজপুর সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের ১ম বর্ষের ছাত্রী ছিলেন। আইসিইউতে থাকা অন্য ছাত্রীর নাম নিপা। তিনি একই কলেজের ইংরেজি বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্রী ছিলেন।

আরও পড়ুন: হাবিপ্রবিতে র‍্যাগিংয়ের দায়ে ২ শিক্ষার্থী বহিষ্কার, আরও ২৩ জনকে সর্তক

জানতে চাইলে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন বলেন, এ ঘটনায় প্রীতি নামে এক ছাত্রীর মৃত্যুর হয়েছে। অপর ছাত্রী চিকিৎসাধীন রয়েছেন। আমরা তাদের পরিবারকে জানিয়েছি। কীভাবে তারা পুকুরে পড়ে গেছেন, এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, দুই ছাত্রীর পুকুরে ডুবে যাওয়ার খবর পাওয়া মাত্রই আমরা সেখানে যাই। পুকুর থেকে তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে তাদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজে পাঠিয়ে দেই। তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নন। তারা উভয়ে দিনাজপুর সরকারি কলেজে ছাত্রী। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।


সর্বশেষ সংবাদ