পাহাড় ধসের শঙ্কায় রাবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত

রাবিপ্রবি ক্যাম্পাস
রাবিপ্রবি ক্যাম্পাস  © টিডিসি ছবি

বৈরি আবহাওয়া ও প্রতিকূল পরিবেশের কারণে আগামী দুই দিনের জন্য সকল বিভাগের ক্লাস, পরীক্ষা স্থগিত করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। গত চার-পাঁচ দিনের ভারি বর্ষণ ও পাহাড় ধসের আশংকায় এমন সিদ্ধান্ত নিয়েছে রাবিপ্রবি প্রশাসন। 

আজ রবিবার রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও অফিস যথাযথ নিয়মেই খোলা থাকবে।

এই বিষয়ে রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ বলেন, আমরা শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল চাই। বৈরি আবহাওয়া, শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা ও সার্বিক দিক বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিস্থিতি চলমান থাকলে ছুটি আরো বাড়তে পারে কি না এমন প্রশ্নের জবাবে রেজিষ্ট্রার আরও বলেন, অগ্রিম কিছু বলা যাচ্ছে না, সময় অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে। আমরা সবার কথা বিবেচনা করেই সিদ্ধান্ত নেবো।

বিভিন্ন শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তকে তারা সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি ভলিন্টিয়ারিংএর কাজে যুক্ত অনেক রাবিপ্রবিয়ানরাই সরজমিনে ও সোস্যাল মিডিয়াতে সবাইকে নিরাপত্তার বিষয়ে সচেতন করছেন।


সর্বশেষ সংবাদ