২২ জুন ২০২৩, ১৭:২৫

চাঁবিপ্রবিতে ঈদুল আজহায় ১২ দিনের ছুটি ঘোষণা

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি)। আগামী ২৫ জুন রবিবার থেকে শুরু হয়ে ০৬ জুলাই  বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ছুটির আগে ও পরে শুক্রবার ও শনিবার হওয়ায় মোট ১৬ দিন বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকবে।

আরও পড়ুন: পর্নোগ্রাফি মামলায় বিশ্ববিদ্যালয় ছাত্রী কারাগারে

রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ জুন ২০২৩ (রবিবার) থেকে আগামী ০৬ জুলাই ২০২৩ (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে। ৯ জুলাই (রবিবার) থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা সহ সকল কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ২৯ জুন, বৃহস্পতিবার। ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব এবং ত্যাগের উৎসব। ঈদুল আজহার দিন বিশ্বব্যাপী মুসলমানরা পশু কোরবানি দেন। এছাড়া আরাফাহর দিন হজ পালনকারী মুসলমানরা মক্কার বাইরে অবস্থিত আরাফাতের ময়দানে সমবেত হন।

আরবি চান্দ্র বর্ষপঞ্জিকা অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্‌যাপন করেন মুসলমানরা।