০৭ এপ্রিল ২০২৩, ২৩:১৮

২১ দিনের ছুটিতে শাহজালাল বিশ্ববিদ্যালয়, শুরু ৯ এপ্রিল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

ইস্টার সানডে, বাংলা নববর্ষ, পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে টানা ২১ দিন বন্ধ থাকবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

শুক্রবার (৭ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত রেজিস্ট্রার মো. ফজলুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, ইস্টার সানডে উপলক্ষে ৯ এপ্রিল এবং বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সব অফিস কার্যক্রম ও ক্লাস বন্ধ থাকবে। অপরদিকে পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ১০-২৭ এপ্রিল সব ক্লাস এবং ১২-২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সব অফিসের কার্যক্রম বন্ধ থাকবে।

আরও পড়ুন: পাবিপ্রবির সেই ৩ শিক্ষার্থীর শিবির সংশ্লিষ্টতার প্রমাণ পায়নি পুলিশ

২৮ এপ্রিল ও ২৯ এপ্রিল সাপ্তাহিক ছুটির দিন থাকায় এ দুদিন ক্লাস ও অফিস বন্ধ থাকবে। ৩০ এপ্রিল থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম চলবে।