সম্মাননা পেলেন পবিপ্রবির গবেষক শিক্ষকরা

  © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক সমিতির আয়োজনে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের গবেষক শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি'র কনফারেন্স কক্ষে শিক্ষকদের উৎসাহ প্রদানের মাধ্যমে গবেষনা কার্যক্রম আরও বৃদ্ধির লক্ষ্যে এমন আয়োজন করে শিক্ষক সমিতি।

অনুষ্ঠানে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক এ.বি.এম মাহবুব মোর্শেদ খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি'র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

আরও পড়ুন : গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে আবাসন সুবিধায় শীর্ষে পবিপ্রবি, তলানিতে জবি

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উচ্চতর গবেষণায় বরাবরের মতোই উৎসাহ প্রদান করে আসছে। কেননা একাডেমিক শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি গবেষনা বৃদ্ধি করলে বিশ্ববিদ্যালয়ের জন্য সেটি বড় অর্জন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজ বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে শিক্ষক সমিতি সবসময়ই বদ্ধপরিকর। আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে সেই প্রত্যাশা করি।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষকদের গবেষনা সম্মাননা প্রদানের পাশাপাশি আইডি কার্ড ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত ক্রিড়া সপ্তাহ ২০২৩ এর ইনডোর খেলায় বিভিন্ন বিভাগে বিজয়ী ৪৪ জন শিক্ষকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 

এসময় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষক, বিভাগের চেয়ারম্যান,  ডিন ও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ