বাংলা একাডেমিতে সংরক্ষিত
এক লাখ পৃষ্ঠার ‘দুষ্প্রাপ্য বই’ ইন্টারনেটে পড়ার সুযোগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ জুলাই ২০১৮, ০৮:৫৯ PM , আপডেট: ১০ জুলাই ২০১৮, ০৮:৫৯ PM
‘সবার জন্য জ্ঞান’—এই লক্ষ্য সামনে রেখে মঙ্গলবার থেকে যাত্রা শুরু করেছে ‘বাংলা একাডেমি গ্রন্থাগার—অনলাইন’। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার ওয়েবসাইট ও ডিজিটালাইজেশন কার্যক্রমের উদ্বোধন করেন।
বাংলা একাডেমি গ্রন্থাগারে সংরক্ষিত লক্ষাধিক দুষ্প্রাপ্য বই থেকে বাছাই করা এক লাখ পৃষ্ঠা সরাসরি ইন্টারনেটে পড়ার সুযোগ করে দেওয়াই এই অনলাইন উদ্যোগের প্রাথমিক উদ্দেশ্য।
এখন থেকে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে www.library.banglaacademy.org.bd এই ওয়েব ঠিকানায় ক্লিক করে সরাসরি ই-বুক পড়া ও ডাউনলোড করা যাবে। এই ওয়েবসাইটটি ডিজাইন করেছেন প্রিন্স আহমেদ।
সপ্তাহ খানেকের মধ্যে এক লাখ পৃষ্ঠা আপলোড করা হবে। ৮০ হাজার পৃষ্ঠা এরই মধ্যে স্ক্যান করা হয়েছে। এই স্ক্যান ম্যাটার ই-বুক ফরম্যাটে প্রতিদিনই ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে বলে জানিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।
এই অটোমেশনের কাজে বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন মো. মুবাশ্বির আহসান। এ কাজে কারিগরি সহায়তা করছে ‘অ্যাডভান্সড সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি।’