ছয়দিনে যা করতাম, সেটা পাঁচদিনে করবো: শিক্ষামন্ত্রী
প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহিক ছুটি দুদিন করে প্রজ্ঞাপন জারির পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, আমরা আগে ছয়দিনে যা করতাম তা এখন পাঁচদিনে করার চেষ্টা করবো।
সোমবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটি আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সাপ্তাহিক ছুটি দুদিন করার পরিকল্পনা ছিল এবং সেটি অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। চলমান অবস্থায় সপ্তাহে দুদিন শুক্র ও শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
আরও পড়ুন: শুক্র-শনি বন্ধ সব স্কুল কলেজ, প্রজ্ঞাপন জারি
‘‘কেউ কেউ বলেছিলেন যে বৃহস্পতিবার-শুক্রবার বন্ধ রাখা যায় কী না। কিন্তু আমাদের দেশে অনেক পরিবারের বাবা-মা কর্মজীবী। সেই বিবেচনায় শুক্র ও শনিবার স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।’’
এর আগে এদিন বিকেলে দেশের সব ধরনের স্কুল-কলেজের ছুটি দুদিন করে প্রজ্ঞান জারি করে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে।
শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সকল চাকরিজীবীরা কিন্তু ৬ দিন কাজ করেন না। একটি বিরাট অংশ ৫ দিন কাজ করেন। কিন্তু আমাদের শিক্ষকরা সপ্তাহে ৬ দিন কাজ করেন। এখন থেকে যদি তারা দুটো দিন সাপ্তাহিক ছুটি পান তবে পূর্ণ উদ্যোমে কাজ করবেন। এতে শিক্ষার গতি তো কমবেই না বরং বাড়তে পারে।