নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি নিয়ে সুখবর নেই

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ছবি

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিতে এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন পাওয়া যায়নি। ফলে কবে নাগাদ এমপিওভুক্তির ঘোষণা দেয়া হবে তা নির্দিষ্টভাবে জানাতে পারছে না কেউ।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দফতরে পাঠানো হয়। এই তালিকায় রবিবার (৩ জুলাই) দুপুর ৪টা পর্যন্ত অনুমোদন দেয়া হয়নি। ফলে এমপিওভুক্তির অপেক্ষায় থাকা শিক্ষক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হচ্ছে।

ওই সূত্র আরো জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দেয়ার পর সেই তালিকা আবার শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় ফেরত আসবে। এরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিওভুক্তির ঘোষণা দেবেন। তবে কবে এই অনুমোদন পাওয়া যাবে সেটি বলা যাচ্ছে না।

আরও পড়ুন: বুয়েটে পড়ুক চায় না পরিবার, ভিন্ন কথা বলছেন ফাইয়াজ

এ প্রসঙ্গে জানতে চাইলে এমপিওভুক্তির কার্যক্রম দেখভালের দায়িত্বে থাকা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা রবিবার বিকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকা এখনো প্রধানমন্ত্রী অনুমোদন দেননি। তিনি অনুমোদ না দেওয়া পর্যন্ত কবে ঘোষণা দেওয়া হবে সে বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

প্রসঙ্গত, ২ হাজারের অধিক শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেওয়া হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গত ৫ জুন আগামী সাতদিনের মধ্যে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছিলেন। পরবর্তীতে অন্য আরেকটি অনুষ্ঠানে দ্রুত সময়ের মধ্যে এমপিওভুক্তির ঘোষণা দেওয়ার কথা বললেও শিক্ষামন্ত্রীর সেই ঘোষণার বাস্তাবায়ন হয়নি।


সর্বশেষ সংবাদ