ওমরাহ পালনে সৌদি আরবে গেলেন শিক্ষামন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ০৭:৫১ PM , আপডেট: ২৭ এপ্রিল ২০২২, ০৭:৫১ PM
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ওমরাহ পালন শেষে আগামী ১ মে তার দেশে ফেরার কথা রয়েছে।
সফরে যাওয়ার আগে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নিজের জন্য দোয়া চেয়েছেন শিক্ষামন্ত্রী। মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে রওয়া হন। এর আগে নিজে ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে রওয়ানা হলাম। সবার দোয়া প্রার্থী।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় তার ওমরাহ পালন উপলক্ষে জারি করা এক আদেশে জানিয়েছে, সরকারি কোনও আর্থিক সংশ্লিষ্টতায় নয়, নিজ খরচে ওমরা পালন করতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সেখানে আরও বলা হয়েছে, ২৫ এপ্রিল কিংবা এর কাছাকাছি সময়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। এরপর আগামী ১ মে কিংবা এর কাছাকাছি সময়ের মধ্যে তিনি ঢাকায় ফিরবেন।