নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা এপ্রিলে

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ফটো

আগামী এপ্রিল মাসে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেয়া হতে পারে। এজন্য প্রতিষ্ঠান যাচাই-বাছাইয়ের কাজ করা হচ্ছে। এটি শেষ হলেই এমপিওভুক্তির ঘোষণা দেয়া হবে।

শনিবার (১৯ মার্চ) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান এমপিওভুক্তির আবেদন যাচাই-বাছাই কমিটির সভাপতি এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) ফৌজিয়া জাফরীন।

তিনি বলেন, এমপিওভুক্ত হওয়ার জন্য অনেক প্রতিষ্ঠান তালিকা জমা দিয়েছে। সেই তালিকাগুলো সংশ্লিষ্ট জেলা ও উপজেলার মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে। এই কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। যাচাই-বাছাই শেষ হলেও এমপিওভুক্তির ঘোষণা দেয়া হবে।

আরও পড়ুন: বেসরকারি শিক্ষকদের বদলির বিষয়ে ভাবছে মন্ত্রণালয়

কবে নাগাদ এমপিওভুক্তির ঘোষণা দেয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এটি নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে চলতি মাসে এমপিওভুক্তির ঘোষণা দেয়া নাও হতে পারে। আশা করছি এপ্রিল মাসে এমপিওভুক্তির ঘোষণা দিতে পারবো।

প্রসঙ্গত, গত বছরের ৩০ সেপ্টেম্বর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত করতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। ১০ অক্টোবর থেকে এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়। ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ ছিল। এরপর ৭ নভেম্বর এমপিওভুক্তির আবেদন যাচাই-বাছাইয়ের জন্য ৯ সদস্যের কমিটি গঠন করা হয়। একই সঙ্গে এই কমিটিকে সহায়তা করতে আরও চার সদস্যের একটি উপকমিটিও গঠন করা হয়।

আরও পড়ুন: শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো উচিত: শিক্ষামন্ত্রী

দেশে এখন পর্যন্ত এমপিওভুক্ত হয়েছে এমন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৩৩ হাজার। আর এমপিওভুক্ত হয়নি এমন প্রায় সাত হাজার শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। সর্বশেষ ২০১৯ খ্রিষ্টাব্দের ২৩ অক্টোবর দুই হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেন প্রধানমন্ত্রী।


সর্বশেষ সংবাদ