শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন শেষ হচ্ছে আজ

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ফটো

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের স্কুল-কলেজ এএমপিওভুক্ত করার আবেদন গ্রহণ আজ রোববার (৩১ অক্টোবর শেষ হচ্ছে। নতুন করে সময় বাড়ানো না হলে আজকের পর আর এমপিওভুক্তির আবেদন গ্রহণ করা হবে না।

এর আগে এক বিজ্ঞপ্তিতে গত ১০ অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন গ্রহণ শুরু করে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ শিক্ষাতত্ব ও পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট থেকে এমপিও আবেদনের ফরম ডাউনলোড করে যথাযথ ভাবে পূরণ করে ৩১ অক্টোবরের মধ্যে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছিল।


সর্বশেষ সংবাদ