এসএসসি পরীক্ষা দেবে ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন

পরীক্ষার্থী
পরীক্ষার্থী   © ফাইল ফটো

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষা অংশগ্রহণ করবেন ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। এরমধ্যে মাধ্যমিক পর্যায়ে ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে ৩ লাখ ১৮৮৭ জন এবং ভোকেশনালে রয়েছেন ১ লাখ ২৪ হাজার ২২৮ জন।

বুধবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, এবছর ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার জন্য ৩ হাজার ৬৭৯ কেন্দ্রে এই পরীক্ষা আয়োজন করা হবে। এরমধ্যে সাধারণ বোর্ডের ২ হাজার ২০৯টি, মাদ্রাসা বোর্ডের ৭১০টি এবং ভোকেশনালের ৭৬০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ