৩৮তম বিসিএস: নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৭৭ জন

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ফটো

চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ৩৮তম বিসিএস ক্যাডার পাননি তাদের মধ্য থেকে ৭৭ জনকে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই ৭৭ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে সহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহা ল মাসউদ স্বাক্ষরিত এক আদেশে তাদের নিয়োগ দিয়ে দেশের বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে।

১০টি শর্তে এই ৭৭ জনকে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল-২০১৫ এর আলোকে ৯ম গ্রেডে বেতন পাবেন। নিয়োগপ্রাপ্তরা বুনিয়াদি প্রশিক্ষণ নিতে পারবেন। প্রথমে দুই বছর তাদের শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। এরপর সব শর্ত পূরণ করার শর্তে তাদের চাকরি স্থায়ী হবে।


সর্বশেষ সংবাদ