আরও পেছাচ্ছে পুলিশ ভেরিফিকেশন, নতুন তালিকা চাইল মন্ত্রণালয়
- শিহাব উদ্দিন
- প্রকাশ: ০৫ আগস্ট ২০২১, ০২:৩৭ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২১, ০৪:৫৫ PM
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের কাজ আরেক দফায় পিছিয়ে যাচ্ছে। নতুন করে বিভাগ অনুযায়ী সুপারিশ প্রাপ্তদের তালিকা চাওয়া হয়েছে। তবে এই তালিকা এখনো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়নি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩৮ হাজার ২৮৬ জন শিক্ষকের তথ্য পাঠিয়েছিল এনটিআরসিএ। তবে এভাবে তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠালে ভেরিফিকেশনের কার্যক্রম শেষ করতে অনেক সময় লেগে যাবে৷ সেজন্য এনটিআরসিএ’র কাছে বিভাগ অনুযায়ী সুপারিশ প্রাপ্ত শিক্ষকদের তালিকা চাওয়া হয়েছে।
সূত্র জানায়, বিভাগ অনুযায়ী তালিকা তৈরির কাজ শেষ করার পর সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে এনটিআরসিএ। এরপর সেই তালিকা দ্রুত সময়ের মধ্যে ভেরিফিকেশনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। ফলে সহসাই পুলিশ ভেরিফিকেশনের কাজ শুরু হচ্ছে না।
এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বৃহস্পতিবার (৫ আগস্ট) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এনটিআরসিএ থেকে আমাদের কাছে একটি তালিকা পাঠানো হয়েছিল। তবে এভাবে তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠালে ভেরিফিকেশনে অনেক সময় লেগে যাবে। সেজন্য আমরা বিভাগ অনুযায়ী তালিকা পাঠাতে বলেছি।
শিক্ষা সচিব বলেন, বিভাগ অনুযায়ী তালিকা পাওয়ার পর আমরা সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবো। তারা যেন দ্রুত পুলিশ ভেরিফিকেশন শুরু করে সেজন্য তাদের কাছে অনুরোধ করা হবে।
কবে নাগাদ পুলিশ ভেরিফিকেশন শুরু হতে পারে— এমন প্রশ্নের জবাবে মাহবুব হোসেন আরও বলেন, এটি নির্ভর করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর। এনটিআরসিএ বিভাগ অনুযায়ী সুপারিশ প্রাপ্তদের তালিকা আমাদের কাছে পাঠানোর পর আমরা দ্রুত সময়ের মধ্যে এই তালিকা তাদের কাছে পাঠিয়ে দেব। এরপর বাকিটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ঝুলে থাকার পর গত ১৫ জুলাই শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করে এনটিআরসিএ। ৫৪ হাজারের বেশি শূণ্যপদ থাকলেও আবেদন না করা এবং যোগ্যপ্রার্থী না থাকায় ৩৮ হাজার ২৮৬ পদে সুপারিশ করে এনটিআরসিএ।