কল্যাণ ট্রাস্টের টাকা পেল অবসরপ্রাপ্ত সাড়ে ১১ হাজার শিক্ষক-কর্মচারী

বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট
বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট  © ফাইল ফটো

২০২০ সালের মার্চ মাস থেকে চলতি বছরের মে পর্যন্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের কল্যাণ সুবিধার টাকা পেয়েছেন অবসরে যাওয়া বেসরকারি প্রতিষ্ঠানের সাড়ে ১১ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী। এই সময়ে মোট ৫১১ কোটি টাকা ছাড় করেছে প্রতিষ্ঠানটি।

রোববার (২০ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানায় বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট।

কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির মধ্যে ২০২০ সালের মার্চ মাস থেকে চলতি বছরের মে পর্যন্ত সময়ে ১১ হাজার ৫৬৮ জন শিক্ষক কর্মচারীকে ৫১১ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার ৯৮৩ টাকা কল্যাণ সুবিধা দেওয়া হয়।

এতে আরো বলা হয়েছে, অর্থ, জনবলসহ নানাবিধ সংকট মোকাবিলা করে করোনার এই দুর্যোগেরও মধ্যে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট মুজিব শতবর্ষের কর্মকর্তা-কর্মচারীদের সকল ছুটি থেকে বিরত রাখা হয়। অতিরিক্ত দায়িত্ব পালন করে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সেবা অব্যাহত রাখা হয়েছে।

এর অংশ হিসেবে ১৬ জুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৭১ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারী কল্যাণ সুবিধা বাবদ ২৪ কোটি ৯৭ লাখ ৮৭ হাজার ৯৫০ টাকা ছাড় করে ব্যাংকে পাঠানো হয়েছে। রোববার (২০ জুন) ইএফটির মাধ্যমে তাদের নিজ নিজ ব্যাংক হিসেবে টাকা পৌঁছে গেছে বলেও জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ