মাধ্যমিকের প্রধান শিক্ষক নিয়োগের যোগ্যতায় পরিবর্তন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ মার্চ ২০২১, ০২:৫৫ PM , আপডেট: ৩০ মার্চ ২০২১, ০২:৫৫ PM
এখন থেকে বেসরকারি স্কুল-কলেজের প্রধান শিক্ষাক পদে আবেদন করতে হলে সহকারী প্রধান শিক্ষক হিসেবে ৩ বছরসহ এমপিওভুক্ত শিক্ষক হিসেবে মোট ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত এমপিও নীতিমালায় প্রধান শিক্ষক পদে আবেদনের নতুন এই যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এমপিও নীতিমালা ও জনবল কাঠামামোর আদেশ জারি করা হয়েছে।
নীতিমালায় প্রধান শিক্ষক পদে আবেদনের যোগ্যতায় বলা হয়েছে, মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী প্রধান শিক্ষক বা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী প্রধান শিক্ষক হিসেবে ৩ বছরের অভিজ্ঞতাসহ এমপিওভুক্ত পদে সর্বমোট ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
এর আগে ২০১৮ সালে ১২ জুন জারি হওয়া এমপিও নীতিমালায় ১০ বছরের সহকারী শিক্ষকের যোগ্যতায় সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পাওয়ার সুযোগ দেয়া হলেও প্রধান শিক্ষক পদের জন্য ৩ বছরের অভিজ্ঞতাসহ ১২ বছরের সহকারী শিক্ষক পদে শিক্ষকতার অভিজ্ঞতা চাওয়া হয়েছিল।