শিক্ষকদের বেতনের সঙ্গে ঢালাওভাবে গবেষণা ভাতা বন্ধের সুপারিশ
- শিহাব উদ্দিন
- প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪৮ PM , আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪৮ PM
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বেতনের সঙ্গে ঢালাওভাবে গবেষণা ভাতা দেয়া বন্ধের সুপারিশ করেছে সরকারি হিসাব কমিটি। সুপারিশের আলোকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে এ সংক্রান্ত নীতিমালা তৈরি করে বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠাতে বলা হয়েছে। সম্প্রতি হিসাব কমিটির (পিএ) এক বৈঠকে এই সুপারিশ করা হয়।
তথ্যমতে, দেশের আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বেতনের সঙ্গে ঢালাওভাবে গবেষণা ভাতা নিয়ে থাকেন। বিশ্ববিদ্যালয় ভেদে ৫-৩ হাজার টাকা করে শিক্ষকদের ভাতা দেয়া হয়। তবে অভিযোগ রয়েছে, কোনো প্রকার গবেষণা কর্ম না করেও অনেক শিক্ষক এই ভাতা নেন। এভাবে ভাতা দেয়া বন্ধ করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, গবেষণা না করেও প্রতিমাসে ভাতা নেয়াটা অযৌক্তিক। সেটি বন্ধ করতেই এই সুপারিশ করেছে সরকারি হিসাব কমিটি। যারা প্রকৃতপক্ষে গবেষণা করতে চায়, তাদের গবেষণা প্রপোজাল দেখে এককালীন অনুদান দেয়ার সুপারিশ করা হয়েছে। যেন ওই গবেষক ভালোভাবে গবেষণা কাজ সম্পন্ন করতে পারেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে বৈঠকে উপস্থিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পিএ কমিটির বৈঠকে শিক্ষকদের ঢালাওভাবে গবেষণা ভাতা বন্ধের সুপারিশ করা হয়েছে। ঢালাওভাবে না দিয়ে যেসব শিক্ষকরা গবেষণা করতে চান, তাদের গবেষণা প্রস্তাবনার আলোকে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে। এক্ষেত্রে এককালীন ৩/৪ লাখ টাকাও দেয়া হবে। তবে গড়পড়তায় সবাইকে গবেষণা ভাতা দেওয়ার সুযোগ নেই।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিমাসে ৫-৩ হাজার টাকা গবেষণা ভাতার জন্য দেয়া হয়।