এসএসসিও পেছাতে পারে— ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  © ফাইল ফটো

করোনা মহামারির কারণে দেশের পরিস্থিতি খারাপ হলে আগামী বছরের এসএসসি পরীক্ষা পেছানো হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে আয়োজন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে আগামী বছরের এসএসসি পরীক্ষা পেছানো হবে কি না- এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষা পেছানোর এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। সে ধরনের পরিস্থিতি তৈরি হলে হয়তো নির্ধারিত সময়ে পরীক্ষা না নিয়ে তা কিছুটা পিছিয়ে আয়োজন করা হবে।’

এ সময় তিনি বলেন, ‘তার আগে আমরা সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছি।’


সর্বশেষ সংবাদ