বিশ্ববিদ্যালয়ে অনেক ভিড়, স্বাস্থ্যবিধি মানায় ঝুঁকি রয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  © টিডিসি ফটো

করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় খোলা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘অধিকাংশ বিশ্ববিদ্যালয় অনেক ভিড়। সেখানে স্বাস্থ্যবিধি মানার ঝুঁকি রয়েছে কিনা বা সম্ভব কিনা প্রশ্ন রয়েছে। এটি ঝুঁকির বিষয়। মাাধ্যমিকের মতো সীমিত পরিসরে কিছু করা যায় কিনা ভেবে দেখবো। বিশ্ববিদ্যালয় খোলার সঙ্গে মিছিলের তুলনা করা ঠিক নয়। এর সঙ্গে বিশ্ববিদ্যালয় খোলার সম্পর্ক করা উচিৎ নয়। রাস্তায় কেউ স্বাস্থ্যবিধি মানছেন কিনা সেটা আলাদা বিষয়। কিন্তু প্রতিষ্ঠানের কথা আসলে সেটার দায় আমাদের। সবকিছু ভেবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।’

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শিক্ষামন্ত্রী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা জানান। তিনি বলেন, আগামী ১৪ নভেম্বর পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে বিভিন্ন বিষয় বিবেচনা করা হবে। চেষ্টা করছি খুব সীমিত আকারে হরেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায় কিনা। তবে সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘কোন বিশ্ববিদ্যালয় বলতেই পারে আমরা পরীক্ষা নেব। তবে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও ঝুঁকির কথা ভাবতে হবে। সবাই পরীক্ষা নিলে কী হতে পারে সে বিষয়টি বিবেচনা করতে হবে। আমরা যে সমন্বিত ভর্তি পরীক্ষা নেয়ার কথা বলছি, তা করলে কী হবে সেটিও ভাবতে হবে। কোন বিশ্ববিদ্যালয়কে নিজের স্বার্থ দেখলে হবে না। ভারতে পরীক্ষা হয়েছে, অন্য দেশ কি করছে দেখবো। বিষয়গুলো আমরা পর্যালোচনা করে দেখছি। যা সম্ভব হবে আমাদের পক্ষে, তার সবটুকুই করবো। শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের কথা চিন্তা করেই সব করা হবে।’ এ বিষয়ে সামনের দিনগুলোতে সব বলা যাবে বলেও উল্লেখ করেন তিনি।

এসময় এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে সামনের মাসে শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত পরিসরে খোলার চেষ্টা করা হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, আগামী বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত পরিসরে খোলা যায় কিনা সেই চেষ্টা করা হচ্ছে। তাদের প্রস্তুতিতেও ঘাটতি রয়েছে। সেজন্য সীমিত পরিসরে হলেও তাদের ক্লাসে নিয়ে আসা গেলে কিছুটা হলেও তাদের সুবিধা হবে। তবে সবকিছু স্বাস্থ্যবিধি মেনেই করার চেষ্টা করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ