অ্যাসাইনমেন্টে ‘মূল্যায়ন নয়’— ভুল তথ্যের ব্যাখ্যা দিল মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়

মাধ্যমিক স্তুরের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়নের জন্য নয় বরং শিক্ষার্থীর শিখন ফলের ঘাটতি বোঝার জন্য নেয়া হবে। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। কিছু মিডিয়ায় ভুল তথ্য পরিবেশ করায় বিষয়টির ব্যাখ্যা দিয়ে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছে মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ।

জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘কিছু মিডিয়ায় বলা হচ্ছে মাধ্যমিকে পরীক্ষা হবে না, এ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন। আসলে এ্যাসাইনমেন্ট মুল্যায়ন করার জন্য নেয়া হবে না। এ্যাসাইনমেন্টে নেয়া হবে শিক্ষার্থীর শিখন ফলের ঘাটতি বুঝে পরবর্তী ক্লাসে রেমিডিয়াল ক্লাস নেয়ার জন্য। সকল শিক্ষার্থী ই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে।’’


সর্বশেষ সংবাদ