২৫ আগস্ট ২০২৫, ০৯:৫২

দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ এনসিটিবির

এনসিটিবি  © টিডিসি ছবি

গত ১৮ আগস্ট দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত “পাঠ্যবইয়ে ৭ মার্চের ভাষণ প্রত্যাহারের প্রস্তাবে এনসিটিবির ‘না’, হচ্ছে সংক্ষেপন” এবং “পাঠ্যবইয়ে জুলাইয়ের 'খণ্ডিত চিত্র' তুলে ধরার অভিযোগ, প্রবন্ধ থেকে সুকৌশলে' বাদ হাসিনার নাম ” শিরোনামে দুইটি সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত এ দুটি সংবাদের প্রতিবাদ জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

প্রতিবাদলিপিতে সংস্থাটি জানিয়েছে, “পাঠ্যবইয়ে ৭ মার্চের ভাষণ প্রত্যাহারের প্রস্তাবে এনসিটিবির ‘না’, হচ্ছে সংক্ষেপন" এই সংবাদে চেয়ারম্যানের বক্তব্য অংশে বলা হয়েছে- “৮ম শ্রেণির পাঠ্যবইয়ে আগেও বঙ্গবন্ধুর ভাষণ ছিল। এটি সংক্ষিপ্ত আকারে রাখা হবে। একাদশ শ্রেণির বইয়ের ক্ষেত্রেও একই ব্যাপার প্রযোজ্য হবে। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপদেষ্টা জানাবেন।”

কিন্তু এখানে শেষ উদ্ধৃতিতাংশ “বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপদেষ্টা জানাবেন এমন বক্তব্য চেয়ারম্যান মহোদয় বলেন নি ।

এছাড়া “পাঠ্যবইয়ে জুলাইয়ের 'খণ্ডিত চিত্র' তুলে ধরার অভিযোগ, প্রবন্ধ থেকে 'সুকৌশলে' বাদ হাসিনার নাম বাদ" শিরনামেও চেয়ারম্যানের বক্তব্যকে “বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আমি কোনো বক্তব্য দিতে পারব না। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা কথা বলবেন।” ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এমন কোন বক্তব্য চেয়ারম্যান দেন নি। উপরোক্ত বক্তব্য ছাপার কারণে জনমনে ভুল বার্তা ও বিভ্রান্তি ছড়াতে পারে।