২১ জুলাই ২০২৫, ০৮:৩৭
শিক্ষা মন্ত্রণালয়ের দুই অতিরিক্ত সচিবকে বদলি
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের দুই অতিরিক্ত সচিবকে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়ন করা হয়।
বদলি হওয়া দুই কর্মকর্তা হলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উন্নয়ন শাখার অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবীর এবং বিশ্ববিদ্যালয় শাখার অতিরিক্ত সচিব নুরুন আকতার। তাদের দুইজনকেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে পদায়ন করা হয়েছে।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু কাল
এদিকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটওয়ারীকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বদলি করা হয়েছে।