১৪ জুলাই ২০২৫, ১০:১৫

বার্ষিক প্রশিক্ষণ সূচির সমন্বিত ক্যালেন্ডার প্রণয়ণ করবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর  © সম্পাদিত

বার্ষিক প্রশিক্ষণ সূচির সমন্বিত ক্যালেন্ডার প্রণয়ণে সভা ডেকেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সোমবার (১৪ জুলাই) শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে মহাপরিচালকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ) মো. শামিউল ইসলাম প্রামানিক স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।  

চিঠিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং এর আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই), নির্বাচিত মাদ্রাসাসমূহের উন্নয়ন প্রকল্প, মাদ্রাসা শিক্ষকদের শিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ সংক্রান্ত প্রকল্প, লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারী এডুকেশন (এলএআইএসই) ইত্যাদি থেকে মাদ্রাসার শিক্ষকদের বিষয়ভিত্তিক এবং অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। কিন্তু, উক্ত প্রদত্ত প্রশিক্ষণসমূহের কোন বার্ষিক ক্যালেন্ডার প্রণয়ন করা হয়নি। 

আরও পড়ুন: জুলাই উইমেনস ডে’র অনুষ্ঠানে ছাত্রীদের অংশগ্রহণের নির্দেশ

এ অবস্থায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন প্রতিষ্ঠান/প্রকল্পসমূহ থেকে প্রদত্ত প্রশিক্ষণের বার্ষিক প্রশিক্ষণ কর্মসূচি সমন্বিত (ক্যালেন্ডার) প্রণনয়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তদপ্রেক্ষিতে আজ ১৪ জুলাই (সোমবার) ১১টায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হবে। 

সভায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব প্রশিক্ষণ ইনস্টিটিউট ও প্রকল্পসমূহকে নিজস্ব প্রণীত বার্ষিক প্রশিক্ষণ সূচি সমন্বিত ক্যালেন্ডারসহ উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।